আমাদের আজকের আর্টিকেলে থেকে জানতে পারবেন, কিভাবে আপনি Daraz থেকে যেকোনো Product Order করতে পারবেন বা দারাজে অর্ডার করার নিয়ম নিয়ে বিস্তারিত সকল তথ্য, তাহলে চলুন জেনে নেই।
![]() |
দারাজে অর্ডার করার নিয়ম |
How to order in Daraz
Daraz থেকে অর্ডার করতে হলে সবার আগে আপনাকে Daraz এর মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করা লাগবে। আপনি জিমেইল অ্যাকাউন্ট বা মোবাইল ফোন নাম্বার দিয়েই অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। আপনার মোবাইল ফোন নাম্বার অ্যাকাউন্ট করার পরে ভেরিভাই করে নিবেন তাহলে কোন প্রোডাক্ট অর্ডার করার পরে Dallybary Boy আপনার ঠিকানাতে আসবে তখন সে রাস্তা না চিনলে বা আপনার সাথে Contact করতে চাইলে সহজেই আপনার সাথে Contact করতে পারবে।
এরপরে আপনি অ্যাকাউন্ট এর ভিতরে প্রবেশ করে যে Product Order করতে চান সেটি সিলেক্ট করতে হবে এবং Shopping Cart অপশনে অ্যাড করে নিতে হবে। অ্যাড করার পরে আপনাকে নেক্সট অপশনে ক্লিক দিতে হবে। তারপরে আপনার বাসার Full address Type করে লিখে দিতে হবে মানে আপনি যেখানে আপনার প্রোডাক্ট Dallybary নিতে চান সেই অ্যাড্রেস লিখে দিবেন।
তারপরে নেক্সট অপশনে ক্লিক দিলে টোটাল কত টাকা দাম আসে তা চেক করে দেখতে পারবেন। সবার শেষে দেখবেন, আপনার কাছে জানতে চাওয়া হবে যে, আপনি Cash On Dallybary তে Product নিতে চান না Advance payment করতে চান, সেটা টিক মার্ক করে দিবেন। যদি আপনি প্রোডাক্ট হাতে পাবার পরে Dallybary Charge সহ সব টাকা এক সাথে দিতে চান তাহলে আপনি Cash on dallybary option select করবেন।
আর আগে টাকা পেমেন্ট করে দিতে চাইলে বিকাশ নগদ ব্যাংক কার্ড আরও অনেকে মাধ্যমে আপনি পেমেন্ট করে দিতে পারবেন। আপনি আগেই পেমেন্ট করে দিলে Dallybary Man এসে শুধু আপনার প্রোডাক্ট দিয়ে চলে যাবে আপনাকে কোন টাঁকা দেয়া লাগবেনা। আর Cash on dallybary করলে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিয়ে দিলেই হবে। আশা করি বুজতে পারছেন।
আমাদের শেষ কথা
তাহলে আজকের আর্টিকেল থেকে আপনারা দারাজ থেকে কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন তা জানতে পারলেন। আর এই রকমের তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন।