মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন আর যদি ঘরে বসে ইনকাম করতে চান তবে আমাদের আজকের এই লেখাটি আপনার জন্য ঘরে বসে আয় করার জন্য বর্তমান সময়ে অনেক পদ্ধতি রয়েছে আর আজকের সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব


মেয়েদের ঘরে বসে আয় করার উপায়
মেয়েদের ঘরে বসে আয় করার উপায়


মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

 

০১/ ইউটিউব

অনেকে আছেন যারা রান্না বান্না ভাল করতে পারেন আপনি চাইলে আপনার এই দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে আয় করতে পারেন বাংলাদেশের মানুষেরা খেতে অনেক ভালবাসে তাই আপনি বিভিন্ন ধরনের খাবার বানাতে পারলে সেটার রেসিপি ইউটিউব এর ভিতরে চ্যানেল খুলে সেখানে Upload করে দিলে অনেকেই দেখতে থাকবে

 

আপনার চ্যানেল এর ভিতরে যখন ১০০০ Subscriber এবং ৪০০০ ঘণ্টা Watch Time Completed হয়ে যাবে তখন আপনার চ্যানেল Google adsense approval নিয়ে আপনার ভিডিও এর ভিতরে বিজ্ঞাপন দেখিয়ে সেখান থেকে বেশ ভাল পরিমানে একটা টাঁকা আয় করে নিতে পারবেনশুধু রান্না নয় আপনি যেকোনো কাজ যেটা ভাল পারেন সেটা নিয়ে ভিডিও বানাতে পারেন

 

মনে করেন, আপনি ভাল গিটার বাজাতে পারলে সেইটার ভিডিও আপলোড করতে পারবেন বা ভাল গান গাইতে পারলে সেইটা Record করে Editing করে ইউটিউব চ্যানেল এর মধ্যে আপনি আপলোড করতে পারবেন আপনার গানের গলা ভাল হলে দেখা যাবে অল্প সময়ের ভিতরেই দেখা যাবে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং Monitization খুব অল্প সময়ের ভিতরে হয়ে যাবে  

 

চ্যানেল
কিভাবে বানাবেন?

 

ইউটিউব এর ভিতরে ভিডিও আপলোড করে সেখান থেকে আয় করতে হলে আপনাকে প্রথমে একটি ইউটিউব চ্যানেল খোলা লাগবে,তারপরে আপনি চ্যানেল এর মধ্যে লোগো ব্যানার আপলোড করবেনএরপরে আপনার চ্যানেল কোন বিষয়ের উপরে সেটা Description এর ভিতরে লিখে রাখবেনতারপরে আপনার সাথে Contact করার জন্য সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক যুক্ত করে রেখে দিতে পারেন  এতে করে কেউ যদি আপনার সাথে Contact করতে চায় তাহলে সে খুব সহজেই আপনার সাথে Contact করতে পারবে

 

০২/ কনটেন্ট রাইটিং

লেখালেখি করতে যদি পছন্দ করে থাকেন তবে আপনার জন্য ঘরে বসে আয় করার জন্য সবথেকে একটা উপায় হল কনটেন্ট রাইটিং করা আপনি যে বিষয়ে সব থেকে ভাল জানেন সেই বিষয়ের উপরে আর্টিকেল লিখে চাইলে অনলাইনের মাধ্যমে ঘরে বসেই ইনকাম করতে পারবেন 


ওয়েবসাইট বানিয়ে এরপরে সেখানে আর্টিকেল লিখতে থাকেন তারপরে আপনার ওয়েবসাইট এর ভিতরে যখন ৪০/৫০টা আর্টিকেল লেখা হয়ে যাবে এরপরে আপনার ওয়েবসাইট Google adsense এর জন্য অ্যাপ্লাই দিবেন অ্যাপ্লাই করার যখন Monitization পাবেন তখন আপনার ওয়েবসাইট এর ভিতরে বিজ্ঞাপন দেখিয়ে সহজেই ইনকাম করতে পারবেনএছাড়াও ওয়েবসাইট দিয়ে আরও অনেক ভাবে আয় করতে পারবেন

 

যেমন মনে করুন, আপনার যদি কোন প্রোডাক্ট থাকে তাহলে ওয়েবসাইট এর মাধ্যমে আপনি সেই প্রোডাক্ট বিক্রি করে আয় করতে পারবেন আর সেটা যেকোনো প্রোডাক্ট হতে পারে ডিজিটাল প্রোডাক্ট কিংবা ফিজিক্যাল প্রোডাক্টডিজিটাল প্রোডাক্ট হলঃ আপনি একটা এই বুক বানালেন এইটাই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট 


ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করেও আপনি ওয়েবসাইট থেকে প্রচুর আয় করতে পারবেন যদি এমন কোন জিনিস বিক্রি করেন যেটা মানুষের দরকারএরপরে কোর্স বানিয়ে বিক্রি করতে পারেন


Robi 10 Minite School এর ওয়েবসাইট দেখলেই আপনি বুজতে পারবেন যে, তারা বুক এবং কোর্স বিক্রি করে কি পরিমানে আয় করতেছে তাই আপনি চাইলেও পারবেন


০৩/ অনলাইনে পণ্য বিক্রি করতে
পারেন

বর্তমানে অনেক মেয়েরাই আছে যারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন রকমের প্রোডাক্ট বিক্রি করে থাকেযেমন মনে করুন, জামা কাপড়, মেকাপের জিনিস, জুতা, ব্যাগ, রান্না করার কাজে যেসকল জিনিস লাগে সেগুলো এই রকমের বিভিন্ন জিনিস বিক্রি করা যায় আপনিও শুরু করতে পারেন অনলাইনের মাধ্যমে এই বিজনেস


০৪/ ওয়েবসাইট বানিয়ে বিক্রি

আপনি যে বিষয়ে ভাল লিখতে পারবেন সেই বিষয়ের উপরে ওয়েবসাইট তৈরি করে সেখানে নিয়মিত ভাবে আর্টিকেল লিখবেনএরপরে ৫০/৬০টা আর্টিকেল লেখা হয়ে গেলে Monitization করার জন্য Google Adsense Apply দিবেন Google Adsense Approved হয়ে গেলে সেই ওয়েবসাইটটি বিক্রি করে দিয়ে আয় করতে পারবেন ওয়েবসাইট এর মধ্যে যদি ভিসিটর বেশি থাকে তাহলে সেটা বেশি দামে বিক্রি করতে পারবেন

 

০৫/ জামা
কাপড় বানানো

জামা কাপড় বানাতে পারলে ঘরে বসেই আপনি চাইলে আয় করতে পারবেন জামা কাপড় বানিয়ে যেমন নিজে আয় করতে পারবেন সেই রকমের ভাবে আপনার নিজের জামা বানানোর জন্য যে খরচ লাগতো সেটা কিন্তু বেচে যাবে


Read more: ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায়


জামা কাপড় সেলাই করা থ্রী পিস বানিয়ে আয় করতে পারবেন এছাড়াও যদি প্যান্ট শার্ট বানাতে পারেন এরপরে পাঞ্জাবী তাহলে আরও বেশি পরিমানে আয় করতে পারবেন সহজেই


আমাদের শেষ কথা

আমাদের আজকের আলোচনা ছিল, মেয়েদের ঘরে বসে আয় করার উপায় নিয়ে।আশা করি,উপরে দেয়া উপায় গুলোর মধ্যে যেকোনো একটা কাজ করে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে আয় করতে পারবেন

Leave a Comment