আমাদের আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন, বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন তাহলে চলুন আলোচনা শুরু করি।
বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন ?
আপনি যদি বাংলা থেকে ইংলিশ করতে চান তাহলে সেটা কিভাবে করবেন সেটা আজকে শিখতে পারবেন। বাংলা থেকে ইংলিশ করতে হলে আপনাকে প্রথমে Google play store থেকে Google translator apps install করে নিতে হবে।
অ্যাপ ওপেন করে নিবেন এরপরে দেখবেন অ্যাপ এর ভিতরে ২টা অপশন রয়েছে ১ নাম্বার অপশন থেকে আপনি যে ভাষাতে কথা বলতে পারেন সেটা সিলেক্ট করবেন আর ২ নাম্বার অপশনে যে ভাষাতে কথা Translate করতে চান সেটা সিলেক্ট করে দিবেন।
মনে করুন যে, আপনি ইংলিশ থেকে আরবি ভাষাতে Translate করবেন তাহলে প্রথম অপশনে ইংলিশ রাখবেন এবং ২ নাম্বার অপশনে আরবি রাখবেন তাহলেই আপনার ইংলিশ লেখা ২ নাম্বার ঘরে আরবি ভাষাতে Convert হয়ে যাবে। আর এভাবেই আপনি যে কোন দেশের ভাষা চাইলে ঘরে বসেই Google translator apps use করে শিখে নিতে পারেন।
এছাড়াও Google crome browser থেকে Google translator website থেকেও আপনি এই কাজগুলো করতে পারবেন। আশা করি, আপনি বুজতে পারছেন, যে বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন। এই রকমের বিভিন্ন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।