কিভাবে কনটেন্ট রাইটিং করবেন বা কিভাবে একটি আর্টিকেল লিখতে হয় তা অনেকেই জানতে চান তাদের জন্যই আমাদের আজকের এই লেখাটি।
![]() |
কন্টেন্ট রাইটিং শেখার উপায় |
কিভাবে একজন কনটেন্ট রাইটার হবেন?
কনটেন্ট রাইটার হওয়ার জন্য আপনাকে বেশি বেশি আর্টিকেল পড়তে হবে, যত বেশি লেখা পড়বেন তত বেশি আপনার Experience
হবে বা একটা বিষয় জানতে পারবেন।
যত বেশি জানতে পারবেন আপনার ততই লাভ কারন জানলে আপনি যখন কোন একটা বিষয় নিয়ে আর্টিকেল লিখবেন তখন কাজে আসবে। আপনি যে বিষয় নিয়ে ভাল জানেন সেই বিষয় নিয়ে কাজ করা আপনার জন্য সব থেকে ভাল হবে।
কনটেন্ট রাইটিং
এর কাজ
কি?
কনটেন্ট রাইটার যারা রয়েছেন তাদের কাজ হল, একটা বিষয় নিয়ে Reasearch করে ভাল ভাবে জেনে তারপরে সেই বিষয়ের উপরে পরিপূর্ণ ভাবে একটা আর্টিকেল লেখা। যেমন মনে করুন যে, কিভাবে সাজেক ঘুরতে যাবে বা সাজকে গেলে সেখানে কি কি দেখতে পাওয়া যাবে।
Read more: How to order in foodpanda
সাজেকে কি খেতে পাওয়া যায়, এই টপিকের উপরে বিস্তারিত সব তথ্য লেখা যাতে করে একজন ভিসিটর যদি আপনার ওয়েবসাইট এর মধ্যে আসে বা আপনি যার জন্য কাজ করবেন তার ওয়েবসাইট এর ভিতরে পাবলিশ করে দেয়ার পরে যাতে করে সহজেই যেকেউ বুজতে পারে আপনি কি নিয়ে কথা বলছেন বা তার যা জানার দরকার সে তা জানতে পেরেছে কিনা, আশা করি যে, আপনি বিষয়টি বুজতে পারছেন।
কনটেন্ট
রাইটিং
করে
মাসে
কত
টাঁকা
আয়
করতে
পারবেন?
কনটেন্ট রাইটিং করে আপনি প্রতিমাসে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। Content writing করে বিভিন্ন উপায়ে আপনি আয় করতে পারবেন।কনটেন্ট রাইটিং করে আপনি যেসকল উপায়ে আয় করতে পারবেন তা নিচে বিস্তারিত আলোচনা করা হল দেখুনঃ
কনটেন্ট রাইটিং করে যেসকল উপায়ে আয় করতে পারবেনঃ
০১/ওয়েবসাইট বানিয়ে আয় করতে পারবেন
ওয়েবসাইট বানিয়ে এরপরে সেখানে নিয়মিত আর্টিকেল লিখবেন। তারপরে ওয়েবসাইট এর মধ্যে যখন ৪০ থেকে ৫০ টি আর্টিকেল লেখা হয়ে যাবে তখন আপনি Google
adsense এর জন্য অ্যাপ্লাই করবেন।
অ্যাপ্লাই করার পরে Approved হয়ে গেলে আপনার ওয়েবসাইট এর আর্টিকেলের ভিতরে বিজ্ঞাপন দেখাবে এবং সেখান থেকে আপনার আয় হবে।
০২/ ওয়েবসাইট বিক্রি করেও আয় করা যাবে
আপনি চাইলে ওয়েবসাইট এর ভিতরে Adsense approved করে বিক্রি করে দিয়েও বেশ ভাল পরিমানে একটা টাকা আয় করতে পারবেন।
০৩/ Content
writing service দিয়ে আয় করুন
Content লিখতে পারলে আপনি অন্যদেরকে আর্টিকেল লিখে দিয়েও আয় করতে পারবেন। Fiver upwork
freelancer.com এই সকল ওয়েবসাইট এর ভিতরে অ্যাকাউন্ট করে গিগ ওপেন করে তারপর আপনি কনটেন্ট রাইটিং সার্ভিস দিয়ে আয় করে নিতে পারবেন। তাছাড়াও আপনি যদি বাংলা আর্টিকেল লিখে আয় করতে চান তবে বাংলাদেশি বিভিন্ন মানুষের ওয়েবসাইট এর ভিতরে কাজ করতে পারেন।
ফেসবুকে আপনি বিভিন্ন গ্রুপ পাবেন যেখানে আপনি দেখে থাকবেন আর্টিকেল লিখে দেয়ার জন্য বিভিন্ন মানুষেরা পোস্ট করতেছে আপনি তাদের সাথে কথা বলে যদি মনে করেন লিখতে পারবেন তাদের টপিকের উপরে তাহলে তাদের সাথে সব কথা বলে নিয়ে এরপরে কাজ শুরু করতে পারেন।
এরপরে কাজ শেষ হলে আপনার পেমেন্ট তারা করে দিবে।তবে আপনি ইংলিশ আর্টিকেল লিখলে বেশি আয় করতে পারবেন বাংলা আর্টিকেল এর থেকে, তাই আপনার যদি ইংলিশ এর উপরে ভাল দক্ষতা থাকে তাহলে আপনি ইংলিশ আর্টিকেল নিয়ে কাজ শুরু করতে পারেন।
আমাদের
শেষ
কথা
তাহলে আজকের আর্টিকেল থেকে আপনারা কনটেন্ট রাইটিং কিভাবে করতে পারবেন বা কনটেন্ট রাইটিং করার সকল উপায় সম্পর্কে জানতে পারলেন। এরপরে কিভাবে এই কাজ করে আয় করবেন তাও জানলেন। এই ধরনের তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।