আমাদের আজকের আর্টিকেলের ভিতরে আপনারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিংকিভাবে শিখবো এই বিষয়টি নিয়ে জানতে পারবেন। অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং
কিভাবে শিখবো জানে না,তাদের জন্যই আমাদের আজকের এই আর্টিকেলটি! তাহলে চলুন আলোচনা শুরু
করা যাক।
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
০১/ ইউটিউব এর
মাধ্যমে শিখতে পারেন
আপনি মোবাইল দিয়ে Freelancing শিখতে চাইলে ইউটিউব
থেকে শিখতে পারেন। ইউটিউব এর ভিতরে অনেক ভিডিও রয়েছে আপনি সেইসব ভিডিও
দেখে চাইলে যেকোনো কাজ শিখতে পারেন।
মনে করুন, আপনি
ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখবেন তাহলে আপনি ইউটিউব এর ভিতরে গিয়ে ডিজিটাল মার্কেটিং
কোর্স অথবা ডিজিটাল মার্কেটিং Tutorial লিখে সার্চ দিতে পারেন, তাহলে আপনি অনেক
ভিডিও পেয়ে যাবেন।
আপনি সেই সব ভিডিও
দেখেই কিন্তু একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন। এরপরে যখন আপনি কাজ শুরু করবেন
তখন কাজ করতে করতে এক সময়ে গিয়ে আপনি সব কাজগুলোই শিখে নিতে পারবেন।
বর্তমানে ইউটিউব এর ভিতরে নেই এমন কোন বিষয় নেই। আপনি
ইউটিউব এর ভিতরে গিয়ে সার্চ দিলে যেকোনো বিষয় সম্পর্কেই শিখে নিতে পারবেন।
০২/ ফ্রী কোর্স করতে পারেন
আপনি গুগলে গিয়ে সার্চ দিলে অনেক কোর্স পেয়ে যাবেন, যেগুলো
আপনারা একদম ফ্রী ভাবে করতে পারবেন। আর অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে কোর্স করলে ফ্রীতে
Certificate ও দিয়ে থাকে।
তবে Cerrtificate এর থেকেও আপনার বেশি গুরুত্ব দেয়া
লাগবে, কাজ শিখার প্রতি, যত ভালভাবে কাজ শিখতে পারবেন আপনার ততই লাভ।
০৩/ ফেসবুক গ্রুপ থেকে হেল্প করতে পারেন
ফেসবুক গ্রুপ এর ভিতরে আপনি যে কাজ শিখতে চান, সেই কাজ নিয়ে
সার্চ করলে অনেক গ্রুপ পেয়ে যাবেন। আপনি সেই গ্রুপ গুলোর ভিতরে জয়েন হয়ে থাকবেন।
Group এর ভিতরে জয়েন করলে
দেখতে পারবেন আপনি যে কাজের গ্রুপে জয়েন করেছেন সেখানে অনেকেই সেই কাজ নিয়ে আলোচনা
করতেছে।
আপনি যখন একটা কাজ শিখবেন,এরপরে কাজ করতে গিয়ে সমস্যার ভিতরে
পড়বেন তখন আপনি চাইলে Group এর পোস্ট করে মানুষের হেল্প নিতে পারেন। যে সমস্যা
হবে কাজ করতে গিয়ে সেই সমস্যা আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করবেন তাহলে সেখানে যারা Expert
রয়েছে তারা আপনার সমস্যা সমাধান করে দিবে।
০৪/ গুগল থেকে হেল্প নিতে পারেন
গুগলে সার্চ করলে আপনি অনেক ওয়েবসাইট পাবেন, মানে আপনি যে বিষয় নিয়ে সার্চ দিবেন সেই বিষয় রিলেটেড অনেক
আর্টিকেল পেয়ে যাবেন।
মনে
করুন, আপনি
কন্টেন্ট রাইটিং এর কাজ শিখবেন, তাহলে কিভাবে আর্টিকেল লিখতে হয় বা একটা SEO
Friendly Content সঠিকভাবে কিভাবে লিখবেন তা আর্টিকেল হতে শিখতে পারবেন। যেকোনো
কাজ শিখতে চান না কেন সেটা আপনি গুগুলে সার্চ করলেই পেয়ে যাবেন।
০৫/ Paid Course
আপনি
যদি টাকা দিয়ে কোর্স করে কাজ শিখতে চান তবে সেটা ও করতে পারেন। গুগলে সার্চ করলে অনেক
Paid course পাবেন আপনি সেগুলো করতে পারেন।
Paid
course
করলে একটা সুবিধা হচ্ছে আপনি এক জায়গাতে সব কিছু পেয়ে যাবেন। তাছাড়া ও যদি কোন সমস্যা
হয় কাজ বুজতে তখন আপনি আপনার যে স্যার রয়েছেন মানে যে কাজ শিখাবে তার কাছ থেকে হেল্প
নিতে পারবেন।
আর
ফ্রী ভাবে শিখলে সব কিছু নিজেকেই সমাধান করা লাগবে। কোন কিছু না বুজতে পারলে নিজেকেই
রিসার্চ করে জেনে নেয়া লাগবে আর এতে করে আপনার একটু সময় বেশি লাগবে আর কিছুনয়। আশা
করি, আপনারা বুজেছেন।
আমাদের শেষ কথা
তাহলে আপনারা আমাদের আজকের আর্টিকেল হতে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো তা জানলেন। আর এই রকমের বিভিন্ন আপডেট পাবার জন্য আমাদের ওয়েবসাইট এর সঙ্গেই থাকবেন।