আমাদের আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা ঘরে বসেই কিভাবে Foodpanda App এর মাধ্যমে খাবার অর্ডার করতে পারবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আসুন জেনে নেই।
How to order in foodpanda
Foodpanda থেকে অর্ডার করার জন্য সবার আগে আপনাকে Foodpanda এর Official Mobile Apps Install করে নিতে হবে। আর অ্যাপ দিয়ে অর্ডার না করতে চাইলে আপনি Google crome browser এর ভিতরে Foodpanda লিখে সার্চ করে সেখান থেকেও অর্ডার দিতে পারবেন। অর্ডার করার জন্য একটি অ্যাকাউন্ট বানাতে হবে। অ্যাকাউন্ট করতে বেশি কিছু লাগবে না।
শুধু আপনার মোবাইল ফোন নাম্বার দিয়েই অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন কিংবা জিমেইল অ্যাকাউন্ট থাকলে সেটা দিয়েও বানিয়ে ফেলতে পারবেন।অ্যাপ অথবা মোবাইল অ্যাপ যেঁটা থেকেই আপনি অ্যাকাউন্ট করেন না কেন ২ টার পদ্ধতিই একই রকমের।
First Option হচ্ছে Sign Up Button এর মধ্যে ক্লিক করা, তারপরে নাম্বার অথবা জিমেইল দিয়ে Next Option এর ভিতরে ক্লিক দেয়া। নাম্বার দিয়ে নেক্সট অপশনে ক্লিক দিলে আপনার সিমের মেসেজ অপশনে একটা কোড যাবে, সেই কোড নাম্বার সঠিকভাবে বসিয়ে দিলেই হবে।
এরপরে আপনার নিজের নাম লিখে দিবেন ও সবার লাস্টে Finish নামে একটি লেখা থাকবে সেখানে ক্লিক করলেই হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট তৈরি করার কাজ।
জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করলে আপনার ফোন নাম্বার অ্যাকাউন্ট করার পরে ভেরিফাই করে নিবেন। খাবার অর্ডার করলে Dallybary Man সেই নাম্বারে ফোন দিবে তাই চেষ্টা করবেন আপনার ফোন এর মধ্যে যে সিম আছে অ্যাক্টিভ সিম যেটা ব্যাবহার করে সেটা দেওয়ার জন্য। আশা করি, বুজাতে পেরেছি।
খাবার কিভাবে অর্ডার করবেন? (How to Order In Foodpanda)
Foodpanda থেকে খাবার অর্ডার করতে আপনাকে প্রথমে Foodpanda app / website এর ভিতরে যেতে হবে। তারপরে আপনি যে খাবার অর্ডার দিতে চান সেটি লিখে সার্চ করবেন এরপরে খাবার এর লিস্ট দেখতে পারবেন/ অথবা আপনার যদি কোন পছন্দের Restaurant থাকে তাহলে সেখান থেকেও খাবার অর্ডার করতে পারেন।
খাবার Item Select করে Cart এর মধ্যে অ্যাড করবেন এরপরে আপনার বাসার Full Address লিখে দিয়ে Order Now Option এর ভিতরে ক্লিক দিলেই আপনার অর্ডার করার কাজ Completed হয়ে যাবে। তারপরে ১৫ থেকে ৩০ মিনিটের ভিতরে আপনার খাবার বাসায় এসে দিয়ে যাবে Foodpanda Dallybary Boy, ফোন দিলে Foodpanda থেকে আপনার কল রিসিভ করে আপনার কোথায় আছেন সেটা Dallybary Man কে বলে দিলে সেখানেই খাবার দিয়ে যাবে।
আমাদের শেষ কথা
তাহলে আজকের আলোচনা থেকে আপনারা Foodpanda account create করা থেকে খাবার কিভাবে অর্ডার দিবেন সব কিছু জানতে পারলেন। আর এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন।